৪৮শ' কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার ৫ই আগস্ট ২০২২ ০৬:২৬ অপরাহ্ন
৪৮শ' কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ

বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ৪ হাজার ৮শত কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। শুক্রবার (০৫ আগষ্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।


 তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ০৫ আগস্ট ২০২২ আনুমানিক রাত ০২০০ ঘটিকায় বিসিজি স্টেশন পাগলা কর্তৃক রাজধানীর কেরানীগঞ্জ উপজেলাধীন ধলেশ্বরী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, কেরানীগঞ্জ। 


অভিযান চলাকালীন ধলেশ্বরী ব্রীজ এর উপর থেকে ৫ টি যাত্রীবাহী বাস তল্লাশী করে ৪,৮০০ কেজি (১২০ মণ) জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এ সময় বাসে জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এর উপস্থিতিতে মাটিতে পুতে বিনষ্ট করা হয়।