বিজিবি-পাচারকারী গোলাগুলি, ৮০ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২০শে জানুয়ারী ২০২২ ০৬:৫৬ অপরাহ্ন
বিজিবি-পাচারকারী গোলাগুলি, ৮০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় মাদক পাচারকারীদের সঙ্গে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির এক পর্যায়ে পাচারকারীরা পালালেও তাদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।


বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে এক বার্তায় এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির।


তিনি বলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালী মিয়ানমার সীমান্ত দিয়ে বুধবার মধ্যরাতে একটি ইয়াবার চালান প্রবেশ করবে- এমন খবরে অবস্থান নেয় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা। এ সময় সীমান্ত দিয়ে ব্যাগসহ কয়েকজনকে ঢুকতে দেখেন বিজিবি সদস্যরা। তাদের থামার সংকেত দিলে মুহূর্তের মধ্যে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায় তারা।


এক পর্যায়ে আত্মরক্ষায় বিজিবিও গুলি চালালে সঙ্গে থাকা ব্যাগ ফেলে পাহাড়ি এলাকা দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায় তারা। পরে ফেলে যাওয়া ব্যাগে তল্লাশি করে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।


এ বিষয়ে উখিয়া থানায় মামলা করা হবে বলেও জানায় কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির।