নড়িয়ায় সাবেক ভাইস চেয়ারম্যানের উপর হামলা, আহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৯শে জানুয়ারী ২০২২ ০৬:১৮ অপরাহ্ন
নড়িয়ায় সাবেক ভাইস চেয়ারম্যানের উপর হামলা, আহত ২

নড়িয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিএম মনিরের উপর হামলা করা হয়েছে। হামলায় বিএম মনির ও তার ছেলে আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নড়িয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত বিএম মনির ও রাজ বেপারীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


নড়িয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিএম মনির জানান, একটি মামলায় হাজিরা দিয়ে রিকল নড়িয়া থানায় জমা দিয়ে তার ছেলেকে নিয়ে বাড়ি যাওয়ার পথে নড়িয়া বাজারে সিরাজ বেপারী দোকানের সামনে বাদশা শেখের নাতি ও ছেলেরা তাদের উপর হামলা করে। হামলাকারীরা বিএম মনিরকে পিটিয়ে ও তার ছেলে রাজ বেপারীকে কুপিয়ে আহত করে। এঘটনায় নড়িয়া থানায় বিএম মনির বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। বিএম মনির পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাহআলম চৌকিদারের পক্ষে নির্বাচন করেন।


এবিষয়ে মোক্তারেরচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বাদশা শেখ বলেন, নির্বাচনের পরে আমার সমর্থকদের বাড়িঘর ভাংচুর করে সেই মামলায় হাজিরা দিয়ে জামিনে এসে বাজার যায়। শুনেছি যাদের বাড়িঘর ভাংচুর করেছে তারা মনিরকে বাজারে দেখে মারতে যায়। আমার ছেলে ওই সময় নামাজেছিলো।


নড়িয়া থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর বলেন, এবিষয়ে বিএম মনির একটি অভিযোগ করেছেন,তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।