টাঙ্গাইলে র্যাব - ১২, দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। শনিবার সকালে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে নুরনবি ও আশরাফুল ইসলাম নামে দুই যুবককে মাদক ব্যবসার সাথে জরিত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে কার্গো সার্ভিস কাভার ভ্যানে পরিবহণকালে ৫২ (বায়ান্ন) কেজি গাঁজা, ১টি কার্গো সার্ভিস কাভার ভ্যান, গাড়ির কাগজ পত্র,নগদ টাকা চার হাজার,০২টি মোবাইল এবং ০২টি সিম কার্ডসহ হাতেনাতে আটক করে।
টাঙ্গাইল র্যাব -১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তার নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল শনিবার( ১৮ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানার ঢাকা টু যমুনা ব্রীজ মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নূর নবী ,ও আশরাফুল ইসলাম নামে দুই যুবককে মাদক সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত গাঁজা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিলে তারা জানায় যে, বহুদিন ধরে কার্গো সার্ভিস কভার ভ্যানে বহণ করে মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে।
আসামীদ্বয়ের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯ (গ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।