স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসে পটুয়াখালীর দুমকিতে জুতা পায়ে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের অভিযোগে উঠেছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় জেলার দুমকি উপজেলা কমপ্লেক্স চত্বরে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে মহান বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হারুণ অর রশীদ হাওলাদার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনকালে প্রশাসনের একজন কর্মকর্তা জুতা পায়ে বেদিতে ওঠেন। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এমন চিত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেটিজেনরা। একই সঙ্গে জুতা পায়ের শহিদ বেদিতে প্রবেশকারীকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবিও করেছেন তারা।
এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হোসেন মাসুদ বলেন, অনুষ্ঠান শুরুর পূর্বে মাইক দিয়ে সবাইকে সতর্ক করা হয়েছিল। বিষয়টি আমার জানা নেই। আপনার মাধ্যমে শুনলাম।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।