গভীর সমুদ্রে ডাকাতিকালে ৪৩ ডাকাত আটক কোস্টগার্ডের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার ১৫ই ডিসেম্বর ২০২১ ০৪:৪০ অপরাহ্ন
গভীর সমুদ্রে ডাকাতিকালে ৪৩ ডাকাত আটক কোস্টগার্ডের

বিসিজিএস মনসুর আলী কর্তৃক গভীর সমুদ্র হতে বাণিজ্যিক জাহাজে ডাকাতিকালে ৪৩ জন ডাকাত আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।


তিনি বলেন, গত ১৪ ডিসেম্বর ২০২১ আনুমানিক ১২০০ ঘটিকায় AHZ শিপিং এর একজন Agent কর্তৃক কোস্ট গার্ড পূর্ব জোনকে অবহিত করা হয় যে, কক্সবাজার লাইট হাউজ হতে আনুমানিক ৩৭ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে M V LADINDA নামক একটি স্ক্র্যাপ VESSEL এ একদল ডাকাত ডাকাতি করছে। 


পরবর্তীতে বিষয়টি তদন্তের নিমিত্তে কোস্ট গার্ড পূর্ব জোন কর্তৃক সমুদ্রে টহলরত বিসিজিএস মনসুর আলী জাহাজকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হলে উক্ত স্ক্র্যাপ VESSEL হতে ডাকাতিরত অবস্থায় ০২ টি বোটসহ ৪৩ জন ডাকাত সদস্যকে আটক করা হয়। 


এ সময় আটককৃত ডাকতদের নিকট হতে বেশ কিছু সংখ্যক বার্থিং হাউজার, স্টিল ওয়াররোপসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।


তিনি আরও বলেন, জব্দকৃত মালামাল এবং আটককৃত ডাকাতদের পতেঙ্গা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।