প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ২৩:১৪
র্যাব-৮, বরিশাল, সিপিএসসি কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর বাজারে শনিবার দিবাগত রাতে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল, ট্রাক, নগদ টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, গোপণ সংবাদের ভিত্তিতে র্যাব-৮, বরিশাল, সিপিএসসি কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল কালকিনি উপজেলার গোপালপুর বাজারস্থ লোকাল বাস কাউন্টারের চেকপোষ্টের সামনে বরিশাল থেকে মাদারীপুরগামী একটি ট্রাকে তল্লাশি চালায়।
এ সময় ৫৯০ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ ১৬ হাজার ৩৬৫ টাকা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ী জব্দ করা হয়। এ সময় দুইজন ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলো সাতক্ষীরা জেলার আব্দুল আজিজ সরদারের ছেলে মো. সেলিম রেজা (৫১) ও মো. রাজাউল্লা ইসলামের ছেলে মো. মাসুদ রানা (২০)। আটককৃতরা জানিয়েছে তারা ফেনসিডিল নিয়ে সাতক্ষীরা থেকে বরিশাল হয়ে মাদারীপুরের দিকে আসছিল।
গ্রেফতারকৃতদের ফেনসিডিল, টাকা ও ট্রাকসহ কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে।