প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ২২:০
বরিশাল নগরের একটি মন্দির থেকে প্রতিমার গায়ে থাকা অলংকার চুরি হয়েছে ।রোববার (১৪ অক্টোবর) মধ্যরাতে নগরের কাউনিয়া ক্লাব রোড এলাকার কালী মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।
মন্দির কমিটির সভাপতি ঝন্টু সোম জানান, চলতি মাসের গত ৮ নভেম্বর কালি পূজা অনুষ্ঠিত হয়েছে। এরপর আজ সকালে মন্দির খুলে কালী প্রতিমার গায়ে থাকা অলংকার দেখতে না পেয়ে কাউনিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। কে বা করা মন্দিরের ভেন্টিলেটর ভেঙে এই চুরির ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করছে পুলিশ।
প্রতিমার গায়ে ৩৫-৪০ হাজার টাকা মূল্যের এমিটি গোল্ডের জুয়েলারি ছিল।সিসিটিভির ক্যামেরাগুলো আমরা চেক করে দেখছি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম আব্দুর রহমান মুকুল জানান, মন্দির কমিটির লোকজন পুলিশকে ঘটনা জানিয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে।