বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মসজিদের ইমামকে কুপিয়ে বাম হাত বিচ্ছিন্ন করার ঘটনার সাড়ে ৪ ঘন্টার মধ্যে জড়িত যুবক বাবলু মাঝি (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। সেইসাথে তার কাছ থেকে হামলার ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্র (দা) টি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান হোসেন।
তিনি জানান, বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর এলাকায় অবস্থিত বাইতুন নূর জামে মসজিদ। মসজিদের ইমাম একই উপজেলার তিলেচর এলাকার মৃত আজাহার আলী বেপারীর ছেলে মোঃ ইয়াকুব আলী বেপারী (৩৫)। যাকে শুক্রবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৭ টার দিকে মসজিদের সামনেই কুপিয়ে গুরুতর জখম করে গ্রেফতার স্থানীয় বাসিন্দা বাবলু মাঝি (২৮)। বাবলু মাছি ওই এলাকার ফরিদ উদ্দিন মাঝির ছেলে ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার কোন একটি মাদ্রাসা থেকে আলিম পাশ করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বাবলু মাঝি ধারালো অস্ত্র (দা) এর আঘাতে ইমাম ইয়াকুব আলী বেপারীর বাম হাত কব্জি থেকে কেটে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান হাতে দুটি আঙ্গুলও বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি বলেন, মসজিদের ইমাম ইয়াকুব আলী বেপারীর ওপর হামলার পরপরই আত্মগোপনে চলে যায় হামলাকারী বাবলু মাঝি। তবে হামলার ঘটনার খবর পেয়ে বাবুগঞ্জ থানা ও আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে তারা স্থানীয় জনগণের সহায়তায় রাত সাড়ে ১১ টার দিকে গ্রামের মধ্যকার একটি বাগান থেকে বাবলু মাঝিকে আটক করতে সক্ষম হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবলু মাঝি জানিয়েছে, গত ৪/৫ দিন পূর্বে সে মসজিদে অবস্থান করে এতেকাফের মতো ইবাদত করতে চেয়েছিলো। কিন্তু মসজিদের ইমাম ইয়াকুব আলী বেপারী তাকে মসজিদে থাকতে দেয়নি। এছাড়া আগে থেকেই মসজিদের ইমাম সাহেবের নামাজ পড়ানো পছন্দ হতো না বাবলু মাঝির। আর এসব নিয়েই ইমামের ওপর ক্ষিপ্ত ছিলো সে। তিনি বলেন, আমরা খতিয়ে দেখছি হামলাকারি বিশেষ কোন মতাদর্শের অনুসারী কিনা। আর তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহতের স্বজনরা মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান বলেন, শুক্রবার রাতে ইমাম মোঃ ইয়াকুব আলী ওই মসজিদের সামনে দাড়িয়ে ছিলেন। এ সময় বাবলু মাঝি ধারালো অস্ত্র নিয়ে ইমামের ওপর হামলা চালায়। হামলায় ইমামের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান হাতেরও দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে। আশংকাজনক অবস্থায় ইমাম মোঃ ইয়াকুব আলীকে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে সড়ক পথে ঢাকায় পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।