প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ০:১০
রাজবাড়ীর গোয়ালন্দে চোরাই মোটরসাইকেল চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সেইসাথে তাদের দেয়া তথ্য অনুযায়ী চুরি যাওয়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। শুক্রবার ( ২২ অক্টোবর ) সকালে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ এদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর গফুর মন্ডল পাড়ার গোলাম বেপারির ছেলে মো. মিজান বেপারি (২৬), রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর এলাকার রাজা শেখের ছেলে রিশাদ শেখ (১৯) ও একই উপজেলার খানখানাপুরের হোসেন বেপারির ছেলে মো. গাফফার (৩৫)।
গত ১০ অক্টোবর গোয়ালন্দের দৌলতদিয়া পোড়াভিটা এলাকা হতে স্থানীয় মজিদ শেখ নামের এক ব্যাক্তির মোটরসাইকেলটি চুরি হয়। পরে তিনি এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে তাদেরকে রাজবাড়ীর জেলা আদালতে পাঠানো হয়েছে।