বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে এবং অপেক্ষামান যাত্রীদের সময় কাটাতে রেলস্টেশন অনু লাইব্রেরির যাত্রা শুরু।
শুক্রবার বিকাল ৫ টায় টায় সান্তাহার রেলওয়ে স্টেশনে অনু লাইব্রেরির শুভ উদ্বোধন করেন কবি সোবহান সেতু। সে সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বাহিনীর অফিসার ইনচার্জ নুর এ নবী, ও রেলওয়ে নিরাপত্তা গোয়েন্দা শাখার ইনচার্জ খাইরুল আলম, সান্তাহার রেলওয়ে টি আই আহসান হাবীব সহ অপেক্ষামান যাত্রীগন।
বর্তমান সময়ে তরুণ থেকে শুরু করে আবাল বৃদ্ধ বণিতা সবাই যখন প্রযুক্তির হাতছানিতে সাড়া দিয়ে হাতে তুলে নিয়েছে কম্পিউটার স্মার্ট ফোন। ঠিক তখন থেকে ধীরে ধীরে নানা ছবি সম্বলিত মলাট আর বইয়ের পাতার আদি ঘ্রাণ থেকে সরে যাচ্ছে প্রায় বয়সের মানুষ। এমন কঠিন সময়ে প্রযুক্তিকে সন্মান জানিয়ে বই পড়ার প্রতি মানুষকে আগ্রহী করতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে উদ্বোধনে উপস্থিত অতিথি সহ রেলষ্টেশনে অপেক্ষামান যাত্রীগন
রেলস্টেশন অনু লাইব্রেরি,সান্তাহার রেলস্টেশনের মধ্যদিয়ে উদ্বোধন হলেও ধারাবাহিকভাবে আহসানগন্জ রেলষ্টেশন,সাহাগোলা এবং রাণীনগর রেলস্টেশনে ও এমন লাইব্রেরী স্থাপনের ইচ্ছে আছে। এমন ব্যতিক্রমধর্মী লাইব্রেরীর সম্পর্কে অপেক্ষামান ট্রেন যাত্রী আশা বলেন, ষ্টেশনে এমন লাইব্রেরী সত্যিই প্রশংসনীয় যাত্রীদের অবসর সময় কাটানোর জন্য ভালো উদ্যোগ।
সান্তাহার রেলওয়ে ষ্টেশন মাষ্টার খাদিজা আক্তার বলেন, বর্তমান মানুষ খুবই ব্যাস্ত হলেও ট্রেনের যাত্রীরা হাতে সময় নিয়ে আসে আর সে সময়টুকু যদি বই পড়ে তাহলে একটা ভালো শব্দও যদি বাস্তব জীবনে মেনে চলে তাহলেই সার্থকতা। আগত অতিথি নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুই বলেন,এটা যাত্রীদের সুবিধার্থে নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ এর পেছনের কারিগর কবি সোবহান সেতুকে ও এ ধন্যবাদ জানায়।
লাইব্রেরীর উদ্যোক্তা কবি সোবহান সেতু আরও বলেন পাঠকের আগ্রহ যদি বেড়ে যায় তাহলে এ ষ্টেশনে আরও বই এবং বুকসেল্ফ বাড়ানো হবে।