বিশখালী নদীর তীরবর্তী তালতলী উপজেলার জোয়ালভাঙ্গা লঞ্চঘাট এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় তিনটি হরিনের চামড়া জব্দ করেছেন পাথরঘাটা কোষ্টগার্ড । আজ সকাল সাড়ে এগারটায় এগুলো জব্দ করা হয়।পরে জব্দকৃত চামড়া তিনটি তালতলি বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
কোষ্টগার্ডের পাথরঘাটা কন্টিজেন্ট কমান্ডার সাজু মন্ডল জানান,গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে আজ সকাল সাড়ে এগারটায় পাথরঘাটা টু তালতলীগামী এম ভি পাথরঘাটা যাত্রীবাহী লঞ্চের ভিতরে তল্লাশী করে কোষ্টগার্ড সদস্যরা। তল্লাশীর এক পর্যায়ে বরগুনা জেলার তালতলী উপজেলাধীন বিশখালী নদীর জোয়ালভাঙ্গা লঞ্চঘাট এলাকায় লঞ্চটি পৌছলে লঞ্চের ভিতরেই পরিত্যাক্ত অবস্থায় একটি ব্যাগে তিনটি হরিনের চামড়া পওয়াগেলে হরিণের চামড়া তিনটি জব্দ করে তালতলি বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।