ভোলার লালমোহনে ৮ পিস ইয়াবাসহ মো. নোমান (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নোমান ওই এলাকার লোকমানের ছেলে।
লালমোহন থানার এসআই ছায়েদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ ঘটনায় লালমোহন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই ছায়েদুর রহমান।