প্রকাশ: ১৭ জুন ২০২১, ৩:৬
দিনাজপুরের হিলিতে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরার কারণে বিক্রি ০৪ জন পথচারীকে পাঁচ হাজার পাঁচশত (৫৫০০) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকেলে হিলি বাজারের মসলাপট্রি, চারমাথা মোড় ও হাসপাতাল মোড়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তাদের এই জরিমানা করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে দিন দিন করোনা সংক্রামনের হার বৃদ্ধি পাওয়ায় সাত দিনের কঠোর বিধি নিষেধ ঘোষণা করা হয়েছে। কিন্তু মানুষজনের মাঝে স্বাস্থ্যবিধি মানার ও মাস্ক ব্যবহারে বেশ অনিহা দেখা যাচ্ছে।
এমন অবস্থায় করোনার সংক্রামন কমাতে এবং মানুষজকে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক ব্যবহারে বাধ্য করাতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, অভিযান চলাকালীন সময়ে হিলি বাজারের মসলাপট্রি, চারমাথা মোড় ও হাসপাতাল মোড়ে, স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহার না করায় ৪জন পথচারীকে পাঁচ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে। করোনা সংক্রামন রোধে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।