প্রকাশ: ৯ জুন ২০২১, ১০:৩
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের দেওয়া ১শত বস্তা রেশনের চালসজ একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। ট্রাকে করে পাচারকালে চালগুলো আটক করতে সক্ষম হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪-এপিবিএন)।
সোমবার( ৮ জুন রাত) ৮ টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের লম্বাশিয়া বাজারের চৌরাস্তার মোড় হতে এসব চালসহ রাসেল নামের এক মজুদদার পাচারকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তি বান্দরবান জেলার নাইক্যংছড়ির ঘুমধুম এলাকার নুর আহম্মদের ছেলে মোহাম্মদ রাসেল বলে জানিয়েছেন ১৪ এপিবিএন'র অধিনায়ক (পুলিশ সুপার) নাঈমুল হক নিপু।
তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র রোহিঙ্গাদের প্রদত্ত রেশনের চালগুলো কমদামে কিনে বাহিরে নিয়ে বিক্রি করে আসছে। তার সূত্রধরে ক্যাম্পে দায়িত্বরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে ট্রাক ভর্তি করে চাল গুলো ক্যাম্পের বাহিরে নেয়ার সময় দায়িত্বরত পুলিশ ১শ বস্তা রেশনের চালসহ ট্রাকটি জব্দ করে।
এসময় কয়েকজন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়। আটককৃত রাসেলকে জিজ্ঞাসাবাদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণেরর জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।