মামুনুল হকের দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার অভিযোগের প্রেক্ষিতে মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে তার। আগামি রবিবার মেডিকেল রিপোর্ট পাওয়া যাবে।
শুক্রবার (৩০ এপ্রিল) সকালে সোনারগাঁও থানায় প্রলোভন, প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে মামুনুলের বিরুদ্ধে মামলা করেছেন ঝর্ণা। মামলার পর ঝর্ণা পুলিশ পাহারায় দুপুরে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে এসে তার মেডিকেল পরীক্ষা করান।
ঝর্ণা এসময় মামুনলের বিচার দাবি করে বলেন, আমার সঙ্গে যেসব অন্যায় হয়েছে তার বিচার চাই। তিনি (মামুনুল হক) আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছেন। বিয়ে করার আশ্বাস দিলেও বিয়ে করেননি। বিয়ের প্রলোভনে ২০১৮ সালে থেকে বিভিন্ন হোটেল-রিসোর্টে নিয়ে আমার সঙ্গে সময় পার করেছেন তিনি, কিন্তু বিয়ে করেননি।
সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান জানিয়েছেন, রোববার (২ মে) মেডিকেল রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে বলতে পারব আমরা।