নাশকতাসহ বেশ কয়েকটি মামলায় গ্রেফতার হেফাজত নেতা মাওলানা মামুনুল হক রিমান্ডের পঞ্চম দিনে গোয়েন্দা পুলিশকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন । গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে সামনে রেখে ২০১৩ সালের ‘শাপলা চত্বর’ কায়দায় মূলত সরকার উৎখাতের ষড়যন্ত্র করা হচ্ছিলো।
এমন তথ্য গোয়েন্দা পুলিশের কাছে স্বীকার করেছেন রিমান্ডে থাকা মামুনুল আরো জানান, এই ষড়যন্ত্র কার্যকর করতে বিএনপি-জামায়াত অর্থায়ন করেছে।
মামুনুল হকের বরাত দিয়ে ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম তথ্য নিশ্চিত করেছেন।
এই গোয়েন্দা কর্মকর্তা জানান, ২০১৩ সালের হেফাজত আমীর জুনায়েদ বাবু নগরী গ্রেফতারের পর ১৬৪ ধারা জবানবন্দিতে যা বলেছিলেন, বর্তমানে গ্রেপ্তার হেফাজত নেতারা সরকার উৎখাতের সেই কথাগুলোই গোয়েন্দা কর্মকর্তাদের কাছে উল্লেখ করেছেন।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, এইসব ইসলামী দলগুলো অন্য সংগঠনের আড়ালে বিভিন্নস্থানে ওয়াজের নাম করে ধর্মী উগ্রবাদ ছড়ানো উদ্যোগ নিয়েছে। হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠনের নাম দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে পুরো সংগঠন পরিচালনা করা হয় বিদেশি অর্থায়নে।