প্রকাশ: ২৩ মে ২০২০, ০:২৪
করোনাভাইরাসের শুরু থেকেই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটাররা। কিছুদিন পরপরই বিভিন্ন গণমাধ্যমে জাতীয় দলের নানা ক্রিকেটারের সাহায্যের খবর পাওয়া গেলেও সেভাবে শোনা যায় না সাকিবের সাহায্যের খবর। সেই কারণ খোলাসা করেছেন জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেন।
বিশ্বকাপ মাতানো ব্যাট নিলামে তুলে অসহায়দের সাহায্য করেছেন সাকিব এই কথা সবাই জানে। নিজের সাকিব আল হাসান ফাউন্ডেশনের বাইরেও প্রতিদিনই কারো না কারো জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। তবে এসব জিনিস প্রচার মাধ্যমের সামনে আনতে চান না সাকিব।