অবশেষে মাঠে গড়াচ্ছে পাকিস্তান -বাংলাদেশের আলোচিত সিরিজ। গতকাল বুধবার (২২ জানুয়ারি) রাতে লাহোরের উদ্দেশ্যে পাড়ি জমায় বাংলার টাইগাররা। আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। অন্য সিরিজগুলোর মত এই সিরিজের ম্যাচগুলোও যাবে সরাসরি টিভি পর্দায়।
যেসব চ্যানেলে দেখা যাবে পাকিস্তান -বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজঃ
বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের মধ্যে বিটিভি,জিটিভি ও মাছরাঙ্গা টিভিতে সরাসরি দেখা যাবে এ সিরিজের সবগুলো ম্যাচ।
এছাড়াও র্যাবিটহোলের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারী বাংলাদেশের দর্শকরা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন। বাংলাদেশি ছাড়াও বিদেশি চ্যানেলগুলোর মধ্যে পিটিভি, সনি সিক্স, টেন স্পোর্টস, হটষ্টার, ইউএস চ্যানেল, ফ্লো স্পোর্টস ২, বিটি স্পোর্টস, হটষ্টার কানাডা, ফক্স স্পোর্টস ও ইভেন্ট স্পোর্টস এ ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।