ম্যাচে সবার চোখ ছিলো ক্যারিবীয় দানব, ইউনিভার্স বসখ্যাত ক্রিস গেইলের ওপর। চলতি বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ঝড় তোলার আভাসটাও দিয়েছিলেন তিনি। কিন্তু তা আর বড় করতে পারেননি। তবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে গেইলের সতীর্থ ইমরুল কায়েস ঠিকই ঝড় তুলেছেন ব্যাট হাতে। যার সুবাদে দারুণ এক জয়ে টেবিলের শীর্ষে উঠে গিয়েছে চট্টগ্রাম।
সমান ১০ ম্যাচ খেলে ৭টি করে জয়ে সমান ১৪ পয়েন্ট ছিলো রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তবু নেট রানরেটে এগিয়ে শীর্ষে ছিলো রাজশাহীই। আজ (মঙ্গলবার) তাদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ৭ উইকেটের দারুণ এক জয়ে ১৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠলো বন্দর নগরীর দলটি।
লিটন দাসের ফিফটি ও ফরহাদ রেজার ক্যামিও ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান করেছিল রাজশাহী। জবাবে গেইল ঝড়ের আভাস দিয়ে ফিরে গেলেও লেন্ডল সিমনসের দায়িত্বশীল ব্যাটিং ও ইমরুল কায়েসের ঝড়ো ফিফটিতে ৩ উইকেট হারিয়ে ৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিয়েছে চট্টগ্রাম।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।