ড্রাফটে তিনি ছিলেন এবং প্রথম ডাকেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাঁকে নিয়ে নেওয়ার কিছুদিন পরই নাটকের শুরু। শুরু ক্রিস গেইলের মাধ্যমেই। তাঁর নাম কিভাবে ড্রাফটে গেল, তা নিজেও জানেন না বলে বিস্ময় প্রকাশ করা এই ক্যারিবীয় ব্যাটসম্যানের বক্তব্য বিস্মিত করে সবাইকেই। পরে অবশ্য দুই পক্ষের যোগাযোগে ফায়সালা হওয়ার পর জানা যায় বঙ্গবন্ধু বিপিএলের শেষ দিকে দেখা যাবে গেইলকে। দেখা যাচ্ছেও। আসরের শেষ ঘনিয়ে আসতেই আজ সকালে তিনি ঢাকায় পা রাখছেন বলে জানানো হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শিবির থেকে।
এই ক্যারিবীয় ওপেনার আসার আগেই প্রথম দল হিসেবে শেষ চারে পা রেখেছে তারা। প্লে-অফের আগে বাকি আরো দুই ম্যাচ। এতে তাদের লক্ষ্য নিশ্চিতভাবেই পয়েন্ট তালিকার এক ও দুইয়ের মধ্যে থাকার। সে ক্ষেত্রে এই দুই দলের মধ্যে হতে যাওয়া প্রথম কোয়ালিফায়ারে জিতে সরাসরি ফাইনালে যাওয়ার সুযোগ আছে তাদের। এই লক্ষ্যে ক্যারিবীয় ব্যাটিং গ্রেটকেও পেতে যাচ্ছে মাহমুদ উল্লাহর দল।
এর আগে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা গেইল বিপিএল ইতিহাসের সফলতম বিদেশি ব্যাটসম্যানও। ৩৮ ইনিংসে ৪১.৮১ গড়ে ১,৩৩৮ রান করা গেইলের সেঞ্চুরির রেকর্ডে অবশ্য সমকক্ষ নেই কেউই। আসরের ইতিহাসে পাঁচটি সেঞ্চুরি করেছেন শুধুই তিনি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।