ওয়াটসন এসেও জেতাতে পারলো না রংপুরকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৭শে ডিসেম্বর ২০১৯ ১০:৫৭ অপরাহ্ন
ওয়াটসন এসেও জেতাতে পারলো না রংপুরকে

উড়ে গেলো রংপুর রেঞ্জার্স। খুলনা টাইগার্সের দেয়া ১৮৩ রানের টার্গেটে মাত্র ১৩০ রানেই থেমে গেলো রংপুরের ইনিংস। হতাশার পাল্লা হলো ভারী। হারতে হলো ৫২ রানে। ৬ ম্যাচে এটি রংপুরের পঞ্চম পরাজয়। বোলারদের রান খরচার পর ব্যাটসম্যানরাও করলেন হতাশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান আসে লুইস গ্রেগরির ব্যাট থেকে। বাকি কারো ইনিংসই উল্লেখ করার মতো না।

কোনোভাবেই ভাগ্য ফেরাতে পারছে না রংপুর রেঞ্জার্স। পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করা দলটি খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামার আগে অধিনায়কই বদলে ফেলে। দলে নতুন যুক্ত হওয়া অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসনের কাঁধে দিলো নেতৃত্ব। আর প্রথম ম্যাচে মাঠে নেমেই বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হলো তাকে। মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮৩ রানের বিশাল লক্ষ্যই যে দাঁড় করিয়ে ফেলেছে খুলনা টাইগার্স।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিটা বড় করতে পারেনি খুলনা। এদিন ওপেনিং করতে নেমে ১২ রানেই বিদায় নেন মেহেদীয় হাসান মিরাজ। তবে বড় আঘাত হয়ে আসে শূন্য রানে রাইলি রুশোর বিদায়। শামসুর রহমানও ইনিংস বড় করতে পারেননি। ১৩ রানে তিনি বিদায় নিতে নিতে ফেরেন ওপেনার শান্তও। 

এরপর নাজিবুল্লাহ জাদরানকে নেয় দলের হাল ধরেন অধিনায়ক মুশফিকুর রহিম। দুজনের জুটিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় খুলনা। ১৯তম ওভারে বিদায় নেয়ার আগে ২৬ বলে ৪১ রানের কার্যকরি ইনিংস খেলে যান নাজিবুল্লাহ। আর মুশফিক বিদায় নেন ৫৯ রান করে। বল হাতে চার ওভারে ২৮ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন মোস্তাফিজ। এছাড়া লুইস গ্রেগরি ৪ ওভারে ৩৬ রান খরচ করলেও ২টি উইকেট শিকার করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব