
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ২৩:৩৫

প্রথম ম্যাচেই চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় ব্যবধানে হেরেছে ঢাকা প্লাটুন। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছে মাশরাফি বিন মর্তুজার দল। ঢাকার দেওয়া ১৩৫ রানের টার্গেট ১০ বল এবং ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় আন্দ্রে রাসেলের দল। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৪ রান তুলতে সক্ষম হয় ঢাকা। জবাবে ১৩৬ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব