
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ১৯:৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারে বিশেষ বিপিএল আয়োজন করা হবে। ইতোমধ্যে আসরটির জমকালো উদ্বোধন হয়ে গেল। বুধবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে মূল আসর আর এই আসরে খেলা দেখতে হলে টিকিটের মূল্য কেমন হবে তা জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে বিপিএলের টিকিট পাওয়া যাবে মিরপুর স্টেডিয়ামের এক নম্বর ফটক ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন দুটি বুথে।
এছাড়াও অনলাইনে টিকিট পাওয়া যাবে www.shohoz.com, www.paypoint.com.bd ও www.gadgetbangla.com ওয়েবসাইটে। এক টিকিটে দুটি ম্যাচ দেখার সুযোগ থাকবে। কোনো কারণে খেলা পরিত্যক্ত হলে টিকিটের দাম ফিরিয়ে (রিফান্ড) দেওয়া হবে কি না, সেটি নিয়ে অবশ্য কিছু জানায়নি বিসিবি।
বিপিএল মিরপুরের ম্যাচে টিকিটের মূল্য—

আগেরবারের মতো এবারও এক টিকিটে দুটি ম্যাচ দেখার সুযোগ থাকবে। তবে ঢাকায় টুর্নামেন্টের প্রথম পর্বের জন্য শুধু রাখা হয়েছে এই দাম। পরের ধাপগুলোর টিকেটের দাম জানানো হবে পরে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে সিলেট থান্ডার্সের।
ইনিউজ ৭১/এম.আর