
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯, ২৩:১

আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপর শুরু হবে দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। এটিকে বলা হচ্ছে বিপিএলের বিশেষ আসর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর।
এবার তিন ভেন্যুতে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবার অংশ নেয়া সাতটি দল পরস্পরের বিপক্ষে গ্রুপ পর্বে দুই বার করে মোকাবিলা করবে। সে হিসেবে প্রত্যেক দলের গ্রুপ পর্বে ১২টি করে ম্যাচ খেলবে; যার ৬টি দিনে, বাকি ৬টি রাতে। এবারের সূচিতে প্লে অফের ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
বঙ্গবন্ধু বিপিএলের শুরুর দিনক্ষণ চূড়ান্ত ছিল আগেই। এবার আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলুন এক নজরে জেনে নেওয়া যাক বঙ্গবন্ধু বিপিএলের পূর্নাঙ্গ সূচি-
ঢাকা পর্ব (প্রথম)

ইনিউজ ৭১/এম.আর