
প্রকাশ: ৪ নভেম্বর ২০১৯, ২:১৩

গতকাল রোববার দিল্লিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীরেসুস্থেই এগোচ্ছিলেন মুশফিকুর রহিম। ম্যাচের একপর্যায়ে ভারতের স্পিনার চাহালের বল গিয়ে লাগে মুশফিকের প্যাডে। এ সময় ভারত এলবিডব্লিউর আবেদন করলে তা সঙ্গে সঙ্গেই নাকচ করে দেন আম্পায়ার। এ সময় রিভিউ নেওয়ার সুযোগ থাকলেও তা নেননি অধিনায়ক রোহিত শর্মা। পরে দেখা যায়, সেটি এলবিডব্লিউ ছিল। এরপরই মুশফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ।
ম্যাচ শেষে মুশফিক বলেন, ‘এত দর্শকের সামনে খেলা আমাদের জন্য খুব একটা আলাদা কিছু নয়। বরং আমরা অনেক বেশি উপভোগ করেছি। অবশ্য ভারতের বিপক্ষে এই জয় আমাদের জন্য অনেক বড় কিছু।’
তিনি আরো বলেন, ‘ভারতীয় স্পিনারদের বিপক্ষে খেলা খুব একটা সহজ ছিল না। ভাগ্য ভালো ১৯তম ওভারটি কাজে লাগাতে পেরেছি। সৌম্য ও নাঈম ভালো ব্যাট করেছে। তাই কাজটা সহজ হয়েছে। একজন ক্রিকেটার হিসেবে সামনের দিকে আরো উন্নতি করার চেষ্টা থাকবে আমার।’ ব্যাটিং ও বোলিং দুই বিভাগের দারুণ দৃঢ়তায় টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ভারতকে সাত উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব