ধর্মঘট স্থগিত, খেলায় ফিরছেন ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৩শে অক্টোবর ২০১৯ ১১:০৮ অপরাহ্ন
ধর্মঘট স্থগিত, খেলায় ফিরছেন ক্রিকেটাররা

অবশেষে আন্দোলন স্থগিত করেছেন ক্রিকেটাররা। শনিবার থেকেই মাঠে ফিরছেন তারা। আজ বুধবার রাত ১১টার দিকে বিসিবি সভাপতি ও পরিচালকদের সঙ্গে বৈঠক করে এমন সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বিসিবি কার্যালয়ে বৈঠক শেষে বেরিয়ে জাতীয় দলের অধিনায়ক সাকিব জানান, আলোচনা ফলপ্রসু হয়েছে। বিসিবি ক্রিকেটারদের দাবি মেনে নিয়েছেন। আগামী শনিবার থেকে ক্রিকেটাররা আবার মাঠে ফিরবেন।

এর আগে, গুলশানে সাকিবদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তাঁদের মুখপাত্র সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। এই ধর্মঘট কারো বিরুদ্ধে নয়, নিজেদের দাবি আদায়ের ধর্মঘট উল্লেখ করে তিনি জানান বুধবার বিকেলে ডাকযোগে বিসিবির কাছে ক্রিকেটারদের তরফ থেকে নতুন করে ১৩টি দাবিসহ চিঠি পাঠানো হয়েছে।

গত সোমবার (২১ অক্টোবর) বেতন-ভাতাসহ জাতীয় লিগ, ঘরোয়া লিগ, জিমের সুবিধা, বাজে আম্পায়ারিংসহ নানা ইস্যুতে ধর্মঘটের ঘোষণা দেন ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন ও বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবি জানিয়ে আন্দোলনে নামেন দেশের শীর্ষ ক্রিকেটাররা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব