মাশরাফিকে যে গুরু দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ২৩শে অক্টোবর ২০১৯ ০৪:২২ অপরাহ্ন
মাশরাফিকে যে গুরু দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের মাঝে যে চলমান সমস্য দেখা দিয়েছে তা সমাধানের জন্য ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের ক্রিকেটারদের ১১ দফা দাবিতে ধর্মঘট ডেকে ক্রিকেটকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। অন্যদিকে গতকাল ২১ অক্টোবর  (সোমবার)   সংবাদ সম্মেলনে ক্রিকাটাররা তাদের সকল  কার্যক্রম বন্ধের ঘোষনা দিয়েছেন।

এই ঘটনার পর মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে ডাকা হয় মাশরাফি বিন মুর্তজাকে। মাশরাফির কাছ থেকে বর্তমান অবস্থার কথা জানতে চান এবং তাকে ক্রিকেটারদের মাঠে ফেরার বার্তা দিতে বলেন প্রধানমন্ত্রী। বিসিবির সহসভাপতি মাহাবুবুল আনম এ তথ্য জানিয়েছেন মিডিয়াকে।

ইনিউজ৭১/জিয়া