আমি বুঝতেছিনা, খেলা না পারলেও বেতন দেব: প্রশ্ন পাপনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২২শে অক্টোবর ২০১৯ ০৮:১৬ অপরাহ্ন
আমি বুঝতেছিনা, খেলা না পারলেও বেতন দেব: প্রশ্ন পাপনের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, খেলা না পারলেও বেতন দেব? আমি বুঝতেছিনা। ক্রিকেটারদের ১১ দফা দাবি নিয়ে মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন বিসিবি সভাপতি।

বোর্ড সভাপতি বলেন, চুক্তি ভিত্তিক ক্রিকেটারদের সংখ্যা ও বেতন বাড়ানো নিয়ে তারা যে দাবি করেছে-আমার জানা মতে আমরাই সবচেয়ে বেশি ক্রিকেটারকে চুক্তিতে রেখেছি। জাতীয় দলের বাইরে ৮০জন ক্রিকেটারকে চুক্তির আওতায় রেখেছি টাকা দিচ্ছি। পাপন আরও বলেন, এত বেশি ক্রিকেটারকে কোনো দেশের ক্রিকেট বোর্ড রাখে না। আরও বাড়াব? ২০০-৩০০ ক্রিকেটারকে টাকা দেব মাসে মাসে! খেলা না পারলেও বেতন দেব? আমি বুঝতেছিনা।

তিনি আরও বলেন, মিডিয়ায় যা প্রচার হচ্ছে এবং টকশোতে যা হচ্ছে আমরা ওদের শেষ করে দিচ্ছি! ওদের বেনিফিট বাড়ানো ছাড়া, আমরা তাদের যত টাকা বেতন বাড়িয়ে দিয়েছি যেটা কেউ জীবনে কল্পনাও করতে পারবে না।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব