
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ২২:১৯

১১ দফা দাবিতে সব ধরনের ক্রিকেটে ধর্মঘটের ডাক দিয়েছেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের এই ধর্মঘটে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, খেলোয়াড়রা না খেলতে চাইলে খেলবে না। আজ মঙ্গলবার বিকেল ৩টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেটে স্টেডিয়ামে পাপন এ কথা বলেন। পাপন বলেন, ‘খেলোয়াড়রা যদি খেলতে না চায় তারা খেলবে না। এতে তাদের কী বেনিফিট আমি বুঝি না। দুইদিন পর ক্যাম্প, তারা আসতে চাইলে আসবে। ভারতে যদি যেতে চায় তাহলে যাবে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব