এটা পরিকল্পিত 'চক্রান্ত', আমি ‘শকড’: পাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২২শে অক্টোবর ২০১৯ ০৪:১২ অপরাহ্ন
এটা পরিকল্পিত 'চক্রান্ত', আমি ‘শকড’: পাপন

পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবি নিয়ে ক্রিকেটারদের আচরণে ‘মর্মাহত’ হয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের দাবি-দাওয়া নিয়ে মঙ্গলবার বিসিবির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। বিসিবি সভাপতি বলেন, ‘এমন কোনো জায়গা নেই যে, খেলোয়াড়দের বেনিফিট বাড়ানো হয়নি। যেগুলো আমরা করেছি, সেগুলো আবার কীভাবে দাবি-দাওয়া হিসেবে আসে!’

তিনি বলেন, ‘আমি শকড। দাবি-দাওয়ায় এমন কিছু নাই যেগুলো আমাদের বললে আমরা মেনে নেব না। অথচ তারা এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। ফোন ধরে না। এটা পূর্বপরিকল্পিত।’ পাপন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের না বলে ক্রিকেটাররা মিডিয়ায় বলল। ক্রিকেট সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠান থেকে ফোন আসছে। বলছে, দেশের ক্রিকেটে বড় ধরনের ঘটনা ঘটছে। তারা ক্রিকেটের ইমেজ নষ্ট করতে সফল হয়েছে।’

খেলা বয়কটের ঘোষণায় ‘অন্য কিছু আছে’ দাবি করে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে যোগাযোগ না করে, দাবি-দাওয়া না দিয়ে খেলা বন্ধ করার ঘোষণা দিয়েছে ক্রিকেটাররা। সময়টা হলো যখন ভারত সফরের জন্য কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে, নতুন বিদেশি কোচরা কাজে যোগ দিতে আসছেন।’ বিসিবি সভাপতি বলেন, ‘অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার একটা চক্রান্ত চলছে। এটা সরকার থেকে শুরু করে সবাই জানে। আইসিসি থেকে নিষেধাজ্ঞা আনারও চেষ্টা হয়েছে। এখন দ্বিতীয় পর্যায় চলছে যাতে ভারত সফরটা বাতিল করা যায়।’

তিনি বলেন, ‘সব খেলোয়াড় বুঝেশুনে কাজটা করছে বলে মনে হয় না। দু-একজন এ কাজটা করছে। যারা এটা করছে, ক্রিকেটের স্বার্থে তাদের চিহ্নিত করা জরুরি। শিগগিরই এটা প্রকাশ করা হবে, অটো বের হবে।’ ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের আচরণ প্রসঙ্গে পাপন বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের বাচ্চারা খেলছে। তারা আর কী ট্রিটমেন্ট চায়? একটা খেলোয়াড় বলতে পারবে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে?’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব