
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ২২:১২

পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবি নিয়ে ক্রিকেটারদের আচরণে ‘মর্মাহত’ হয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের দাবি-দাওয়া নিয়ে মঙ্গলবার বিসিবির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। বিসিবি সভাপতি বলেন, ‘এমন কোনো জায়গা নেই যে, খেলোয়াড়দের বেনিফিট বাড়ানো হয়নি। যেগুলো আমরা করেছি, সেগুলো আবার কীভাবে দাবি-দাওয়া হিসেবে আসে!’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব