
প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ২১:৪১

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর বিভিন্ন সিন্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িক ভাবে বিরত থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় ক্রিকেটাররা।। দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট খেলা,ক্যাম্প,অনুশীলন থেকে বিরত থাবেন জাতীয় ক্রিকেটাররা।
সোমবার (২১ অক্টোবার) দুপুরে এক সংবাদ সম্মেলনে দেশের ক্রিকেট সঠিক কক্ষপথে নেই। বিপিএলে পারিশ্রমিক কমেছে ক্রিকেটারদের। চলমান জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) তাদের ম্যাচ ফি বাড়েনি। অন্য সুযোগ সুবিধাও পাচ্ছেন না তারা।
গত কয়েক বছরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাদের পারিশ্রমিকসহ বিভিন্ন ইস্যু নিয়ে নিজেদের ক্ষোভের কথা সাংবিদিকদের কাছে জানিয়েছেন এবং ১১ দফা দাবির মধ্যে তুলে ধরেছেন সালিব আল হাসান,তামিম ইকবাল,মুশফিক রহিম,মাহামুদুল্লাহ রিয়াদসহ তারকা ক্রিকাটাররা।

ইনিউজ৭১/জিয়া