
প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯, ৩:৪৬

পরের মাসে ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট খেলবে সাকিব-মুশফিক-তামিমরা। তবে, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছেন না বিরাট কোহলি, এমন খবর নিশ্চিত করেছে ভারতীয় কিছু সংবাদমাধ্যম। ভারতীয় ক্রিকেট বোর্ডের একাধিক সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, টানা খেলার ধকল থেকে বিশ্রাম নিতেই বাংলাদেশের বিপক্ষে কোহলিকে টি-টোয়েন্টি স্কোয়াডের বাইরে রাখা হবে।
বাংলাদেশ-ভারত সিরিজের সূচি:
৩ নভেম্বর: প্রথম টি-টোয়েন্টি, দিল্লি
৭ নভেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, রাজকোট
১০ নভেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, নাগপুর
১৪-১৮ নভেম্বর: প্রথম টেস্ট, ইন্দোর
২২-২৬ নভেম্বর: দ্বিতীয় টেস্ট, কলকাতা