
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩১

অনলাইন প্রফেশনাল ক্রিকেট টুর্নামেন্ট (সিজন-২) এ ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিবন্ধন করেছেন ' নর্থ বাংলা জায়ান্টস টিম '। পুরো নর্থ বাংলার বাঘা বাঘা খেলোয়াড় নিয়ে গঠিত করেছেন ' নর্থ বাংলা জায়ান্টস টিম 'এই দলের স্লোগান ‘খেলা হবে ’। এই দলের পৃষ্টপোষকতায় রয়েছেন একাদিক শিল্প গ্রুপ । তাঁদের একটাই কথা যেভাবে হোক ভালো খেলে নর্থ বাংলার নামের সুবিচার করতে হবে । দলের প্রতিটি খেলার সন্মানি পাচ্ছেন বিপিএল এর প্লেয়ারদের মতো ।কিছুদিন আগে সম্পন্ন হওয়া নিলামে অংশগ্রহণ করে ' নর্থ বাংলা জায়ান্টস টিম '১৩ জন অনলাইন প্রফেশনাল ক্রিকেটার কিনেছে। যাদের এভারেজ দাম ছিল ২০ থেকে ৭০ লাখ টাকা । সুতারাং বুজা যাচ্ছে হেভি বা শক্ত দল গঠন করেছেন ।' নর্থ বাংলা জায়ান্টস টিম ' অফিসিয়াল মিডিয়া পার্টনার রয়েছেন www.enews71.com যারা সব খেলা গুলো সরাসরি সম্প্রচার করবেন দেশ বিদেশের সবার জন্য । এই দলের অধিনায়কত্ব প্রদান করা হয়েছে বিখ্যাত বলার মোঃ ইয়াসিনকে। সব গুলো খেলা পরিচালিত হবে লাল মাটিয়া হাউসিং সোসাইটির মাঠ থেকে ।
দলের ক্রিকেটাররা হলেন বেশ গতি সম্পূর্ণ ফাস্ট বলার মোঃ ইয়াসিন , নয়ন খান , নুরুদ্দিন হিমেল , যুবায়ের হোসেন , মাসুদ আব্দুল্লাহ ,মেহেদী হাসান , নিলয় খান , মোঃ রানা , মোঃ রতন,রিকু চক্রবর্তী,শাহরিয়ার হোসেন,আবু তাহের সুমন এবং উত্তম কুমার । খেলার সব আপডেট পাওয়া যাবে দলের অফিসিয়াল ফেসবুক পেজে ( https://www.facebook.com/NBGiants ) ' নর্থ বাংলা জায়ান্টস টিম ' মিডিয়া পার্টনার এর ব্যবস্থাপনা পরিচালক শওকত হায়দার ঘোষণা দিয়েছন জিকো, দল নিয়ে আমি বেশ আশাবাদী কারন দলের সবাই অনেক ডেডিকেটেড এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। টুর্নামেন্টে ভালো কিছু করার লক্ষে সবাই পরিশ্রম করছে। সবাইকে প্রশিক্ষণের জন্য সাবেক জাতীয় কোচ গাজি সালাউদ্দিনের কাছে প্রশিক্ষণ নেওয়া হবে এবং সবাইকে ৫ তারকা হোটেলে রাখা হবে । এর সাথে সাথে ' নর্থ বাংলা জায়ান্টস টিম ' ক্রিকেটারদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার।' নর্থ বাংলা জায়ান্টস টিম ' দলের কেউ কোনো খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হলে ঢাকা-লন্ডন-ঢাকার রিটার্ন এবং ৫০০ ডলার পাবেন এবং কেউ যদি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন তাহলে তিনি পাবেন ১০০০০ ডলার নগদ ক্যাশ! এবং চাম্পিয়ান হতে পারলে পাবেন ১ কোটি টাকার সন্মানি । ' নর্থ বাংলা জায়ান্টস টিম ' ক্রিকেটারদের জন্য এই বিশেষ পুরস্কার স্পন্সর করেছেন শওকত হায়দার জিকো ও বিখ্যাত রিয়েল এস্টেট কোম্পানি Aristocratic Technology and property LTD.(ATPL) ।

উল্লেখ্য, অনলাইন প্রফেশনাল ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশের অনলাইন প্রফেশনালদের সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট। বিওপিসিসি আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টের ২য় সিজন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ২০১৯ সালের অক্টোবর মাসে ২৫ তারিখ থেকে। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই ক্রিকেট টুর্নামেন্টে এই বছর অংশ নিচ্ছে ছয়টি ফ্র্যাঞ্চাইজির ৬টি দল। দলগুলো হল- নর্থ বেঙ্গল জায়ান্টস, রেডিও বিটজ টাইগার্স, , কেবিএম ইলেভেন, মাইটি ড্রপশিপ মেকার্স, ডব্লিউপি ডেভ হিরোজ এবং গ্লোবাল স্টার গ্রুপ। টুর্নামেন্টের সব খবর ও খেলার লাইভ আপডেট পাওয়া যাবে www.enews71.com এর অফিসিয়াল ওয়েবসাইটে ।