রেটিংয়ে বাংলাদেশ-আফগানিস্তানের পার্থক্য ‘৬’

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার ৯ই সেপ্টেম্বর ২০১৯ ১১:৩২ অপরাহ্ন
রেটিংয়ে বাংলাদেশ-আফগানিস্তানের পার্থক্য ‘৬’

বর্তমানে টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম। অন্যদিকে নবাগত আফগানিস্তান রয়েছে র‍্যাঙ্কিংয়ের নবম স্থানে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ২২৪ রানে হেরে গেছে সাকিব আল হাসানের বাংলাদেশ। আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে বড় জয়ের ফলে র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন না আসলেও তাদের রেটিংয়ে ব্যাপক উন্নতি হয়েছে। মাত্র তিন টেস্ট খেলেই সাকিবদের কাঁধে নিঃশ্বাস ফেলছে রাশিদ খানদের আফগানিস্তান। 

বাংলাদেশ সফরে এসে চোখ রাঙানি দিয়ে ২২৪ রানে টেস্ট ম্যাচ জিতে ইতিহাস গড়লো টেস্ট ক্রিকেটের তরুণ দল আফগানিস্তান। চট্টগ্রামে আজ প্রায় পুরো দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর শেষ বিকেলে শুরু হয় খেলা। ১৮.৩ ওভার টিকতে পারলেই ম্যাচটা ড্র করতে পারত বাংলাদেশ। মাত্র ১৮.৩ ওভার টিকতে ব্যর্থ হয়ে হেরে যায় বাংলাদেশ! রশিদ খানের বোলিং জাদুতে ১৭৩ রানেই থেমে গেল বাংলাদেশ। ২২৪ রানের বিশাল জয় পেল আফগানিস্তান।

চট্টগ্রাম টেস্টের আগে টেস্ট র‌্যাঙ্কিয়ে ৯ম স্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৬৫ ও দশম অবস্থানে থাকা আফগানিস্তানের ছিল ২৫ রেটিং পয়েন্ট। ম্যাচ হেরে বাংলাদেশের রেটিং পয়েন্ট চার কমে দাঁড়িয়েছে ৬১তে।২২৪ রানের বিশাল জয়ে আফগানিস্তান আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ে অর্জন করেছে আরও ৩০ পয়েন্ট। আর তাতেই আফগানিস্তানের পয়েন্ট দাঁড়িয়েছে ৫৫ রেটিং পয়েন্ট এ। বাংলাদেশ ও আফগানিস্তানের রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র ৬ রেটিং পয়েন্ট। 

১১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে ভারত। ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০৮ রেটিং পয়েন্ট।

ইনিউজ৭১/জেড.এইচ.জুয়েল