বিপিএল হচ্ছে না এ বছর: মোস্তফা কামাল

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার ৪ঠা সেপ্টেম্বর ২০১৯ ০৫:৪৮ অপরাহ্ন
বিপিএল হচ্ছে না এ বছর: মোস্তফা কামাল


সপ্তম আসর থেকে নতুন চক্রে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গত মাসে একে একে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বসেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে এখন পর্যন্ত কোনো চুক্তি নবায়ন হয়নি। নতুন নিয়মকানুন ঠিক হয়নি। সাত নাকি আট দল, সেটার সিদ্ধান্তও আসেনি। সব মিলিয়ে অনিশ্চয়তায় ঘেরা দেশের টি-টোয়েন্টির সবচেয়ে জমজমাট টুর্নামেন্টটি।

এর মধ্যেই এ বছর বিপিএলের সপ্তম আসর হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ও বিসিবির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, ‘এ বছর বিপিএল হবে না। আমার সময়ে তৈরি করা আইনে আছে, এক বছরে দুবার বিপিএল হবে না। সে হিসাবে এ বছর বিপিএল হওয়ার কোনো সুযোগ নেই। আশা করছি, আগামী বছর হবে।’

বিষয়টির নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিসিবির পরিচালক মাহবুব আনাম। এমন কোনো ঘোষণা শোনেনই বলে জানালেন বিসিবির এই পরিচালক।

বিপিএল পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল আজ বুধবার বলেন,‌ ‘বিপিএল হবে কি না, এই ঘোষণা শুধু বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি অথবা বিসিবি সভাপতি দিতে পারেন। এ বছর বিপিএল না হওয়ার কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। কোনো ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে চুক্তিও হয়নি। কেউ এখন চুক্তিবদ্ধ না। বিপিএল হবে না এমন কথার কোনো ভিত্তি নেই। কোনো সিদ্ধান্ত হলে অবশ্যই সবাইকে জানানো হবে।’

গত ২৭ জুলাই সপ্তম বিপিএলের দিনক্ষণ ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যেখানে আগামী ৬ ডিসেম্বর বিপিএলের সপ্তম আসর শুরুর সময় নির্ধারণ করা হয়েছে। হাতে বাকি মাত্র দুই মাস। এই সময়ের মধ্যে সব নিয়মকানুন সেরে বিপিএল আয়োজন আসলেই কতটা সম্ভব। শেখ সোহেলের মন্তব্য, ‘আসলে আপনারা জানেন, এক বছরে দুইটা বিপিএল করা একটু কঠিন। সেটার জন্য আমাদের কাজ-কর্মের চাপ একটু বেশি। ফ্র্যাঞ্চাইজির পরিবর্তন আসবে, আবার অনেকে নতুন ফ্র্যাঞ্চাইজিও নিতে ইচ্ছুক। সবকিছু মিলিয়ে এগোচ্ছি। এখনো চূড়ান্ত সময় ঠিক হয়নি। আমরা সবার সঙ্গে কথা বলছি। খুব তাড়াতাড়ি সবকিছু শেষ করে ফেলব। আশা করি, ৬ ডিসেম্বর বিপিএল হবে। আমরা সেইভাবে প্রস্তুতি নিয়েই সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের সবার সঙ্গে কথাবার্তা শেষ। আর আমাদের এটা নিয়ে কাজের কোনো কমতি নেই। আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি।’

প্রকৃতপক্ষে এ বছর আসলেই বিপিএল মাঠে গড়াবে কি না, তা নিয়ে বিসিবির নির্দিষ্ট অবস্থান জানা যায়নি। কারণ, এই মুহূর্তে দেশের বাইরে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।