
প্রকাশ: ৩০ আগস্ট ২০১৯, ৫:১০

বিশ্বকাপে দলীয় পারফরম্যান্স যাই হোক, একক নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে দুই সেঞ্চুরিসহ ৬০৬ রান। আর বল হাতে শিকার করেন ১১ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে বলতে গেলে তিনিই বিশ্বকাপের সেরা। এক্ষেত্রে দেশীয় কোনো ক্রিকেটারই তার ধারেকাছে নেই। এমন ধারাবাহিক চোখ ধাঁধানো পারফারম্যান্সের রহস্য কী? জানিয়েছেন সাকিব নিজেই। দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব জানান, ফিটনেস এবং পরিকল্পনা-দুটোই বিশ্বকাপে ভালো করার পেছনে কাজ করেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব