
প্রকাশ: ৩০ আগস্ট ২০১৯, ১:৩২

অক্টোবরের শেষ দিকে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে ক্রিকবাজ এমন খবর দিয়েছে। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
অক্টোবরের ২৬, ২৮ এবং ৩০ তারিখ হবে টি-টোয়েন্টি ম্যাচ। ২ নভেম্বর প্রথম এবং ৪ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ব্যাপারে এখনো কিছু জানায়নি। চলতি বছর পাকিস্তানে এটি হবে তৃতীয় আন্তর্জাতিক সিরিজ। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের সঙ্গে খেলেছিল তারা।
এ ছাড়া পুরুষ দলের শ্রীলঙ্কার সঙ্গে খেলার কথা রয়েছে আগামী মাসে। সবকিছু ঠিক থাকলে গত চার বছরে এটি হবে বাংলাদেশ নারী দলের দ্বিতীয়বার পাকিস্তান সফর। এর আগের সফরে বাংলাদেশের মেয়েরা দুই ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব