
প্রকাশ: ২৮ আগস্ট ২০১৯, ১৬:৫৪
বদলে যাচ্ছে দিল্লির বিখ্যাত ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম। ভারতের সদ্য প্রয়াত সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলির নামে হবে স্টেডিয়ামদের নতুন নামকরণ। দিল্লি অ্যান্ড ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর ভারত অধিনায়ক বিরাট কোহলির নামে এই স্টেডিয়ামে স্ট্যান্ড উন্মোচন হবে। সেদিনই অরুণ জেটলির নামে কোটলা স্টেডিয়ামের নামকরণ হবে। মঙ্গলবার টুইট করে এমনটাই জানিয়ে দেয় ডিডিসিএ।
তবে ডিডিসিএ আরও একটি টুইট করে জানায়, স্টেডিয়ামের নাম অরুণ জেটলির নামে হলেও মাঠের নাম ফিরোজ শাহ কোটলাই থাকবে। ফিরোজ শাহ ছিলেন দিল্লির সাবেক তুর্কি সুলতান। সংবাদ সংস্থা পিটিআই-কে ডিডিএসের বর্তমান প্রেসিডেন্ট রজত শর্মা জানিয়েছেন, “অরুণ জেটলির সমর্থন আর উৎসাহে বিরাট কোহলি, বীরেন্দ্র শেবাগ, গৌতম গম্ভীর, আশিস নেহরা, ঋষভ পন্ত ও আরও অন্যান্য খেলোয়াড়েরা দেশকে গর্বিত করেছেন।’ অরুণ জেটলি ডিডিএসের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার সময় বেশ কিছু সংস্কার কাজ হয় স্টেডিয়ামটির।
ইনিউজ ৭১/এম.আর
