জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমান রুম্মনের বিয়ের ফুল ফুটেছে কয়েক মাস আগেই। চলতি বছরের মার্চেই ঘরোয়া পরিবেশে ‘আকদ’ অনুষ্ঠান হয়। সে সময় সাব্বির বলেছিলেন, ‘অনুষ্ঠান যখন করব, সবাইকে জানাব।’
এরই মধ্যে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে খেলে এসেছেন। সব ঝামেলা আপাতত শেষ। ‘আকদ’র পাঁচ মাস পর এ সপ্তাহেই বিয়ের আনুষ্ঠানিকতাও সেরে ফেললেন সাব্বির। আজ (মঙ্গলবার) বিবাহোত্তর সংবর্ধনা হলো বেশ ঘটা করে, জমকালো আয়োজনেই।
সাব্বিরের স্ত্রীর নাম মালিহা তাসনিম অর্পা। তিনি উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। মিরপুর ১৪ নম্বরের একটি কনভেনশন হলে হয়েছে সাব্বিরের বৌভাত অনুষ্ঠান। এতে ঘনিষ্ঠজনরাসহ অনেকেই আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন।
২৭ বছর বয়সী সাব্বির বাংলাদেশ দলের অনত্যম প্রতিভাধর ব্যাটসম্যান। হার্ডহিটিং ব্যাটিংয়ের জন্য তার সুনাম আছে, সেই সঙ্গে লেগস্পিন বোলিংটাও জানেন। দেশের হয়ে এখন পর্যন্ত ১১ টেস্ট, ৬৬ ওয়ানডে আর ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।