
প্রকাশ: ৪ আগস্ট ২০১৯, ২৩:১৪

গত কয়েকদিন ধরে ক্রিকেট পাড়ায় সবচেয়ে আলোচিত ইস্যু-সাকিব আল হাসানের রংপুর রাইডার্সে যোগ দেয়া। বিপিএলের আসন্ন আসরকে সামনে রেখে ঢাকা ডাইনামাইটসের ক্রিকেট আইকন ক্রিকেটার এবং অধিনায়ক সাকিব আল হাসানকে দলে ভেড়ায় রংপুর রাইসার্ড। সম্প্রতি সাকিবের সঙ্গে ফ্রাঞ্চাইজিটির এ সংক্রান্ত চুক্তিও হয়ে গেছে। তবে সাকিবের এই দল বদল নিয়ম মেনে করা হয়নি বলে দাবি করে আসছিলো ঢাকা ডাইনামাইটস কর্তৃপক্ষ। এতদিন এ বিষয়ে বিসিবির সিদ্ধান্ত অপেক্ষায় ছিলেন সবাই। অবশেষে বিসিবিও জানিয়ে দিলো সাকিবকে নিয়মবহির্ভুতভাবে দলে নিয়েছে রংপুর রাইডার্স।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব