ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল এবং অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে শ্রীলঙ্কার মাটিতে যাচ্ছেতাই পারফর্ম করে যাচ্ছে টাইগাররা। দুই ম্যাচ হারের পর আজ বুধবারের ম্যাচে হারলে ১২ বছর পর শ্রীলঙ্কার মাটিতে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে যে বাংলাদেশ দল তেমন একটা ভালো করবে না সে অশনিসংকেত আগেই দিয়ে রেখেছিল দেশের ক্রিকেটভক্তরা। দলের সঙ্গে নেই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বলতে গেল সিরিজের প্রথম দুই ম্যাচে সাকিবের অনুপস্থিতিটা দৃশ্যমান হয়েছে। প্রধান কোচ স্টিভ রোডসকেও বিদায় জানান হয়েছে। এমন ছন্নছাড়া দলটির থেকে ভালো পারফরম্যান্স আশা করেনি বাংলাদেশি সমর্থকরা।
ভক্তদের আশংকাই পুরোপুরি দেখা গেল মাঠে। কলোম্বতে ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং- তিন বিভাগেই দল হিসেবে চরম ব্যর্থ বাংলাদেশ। মালিঙ্গাদের বোলিং তোপে সিরিজ খুইয়ে দিশেহারা তামিমরা। মাথায় হোয়াইটওয়াশের শংকা নিয়ে মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক তামিম। সিরিজ হারার দায় কোচ সুজনের ওপর পড়ে কিনা তাকে জিজ্ঞেস করা হয়। জবাবে তামিম সে দায় সুজনের ওপর দিতে মোটেই রাজি হননি। বরং সফরে সাফল্য পেতে সুজন নিজেকে উজার করে দিয়েছেন বলে মত দিয়েছেন তামিম। তামিম বলেন, ‘এমন (সব দোষ কোচের) কিছু নয়। আমাদের বর্তমান যে কোচ আছেন তিনি আসলেই তার সেরাটা চেষ্টা করেছেন। তিনি গতানুগতিকের বাইরেও অনেক কিছু করার চেষ্টা করেছেন। সাফল্য পেতে যা যা সম্ভব সবই করেছেন।’
তামিম আরও বলেন, ‘আমরা ভালো না খেললে তার দায় কোচের ওপর দেয়া ঠিক না। এটা আমাদেরই ব্যর্থতা। কোচ এখানে কি বা করতে পারেন। তিনি তো মাঠের বাইরে সব নির্দেশনায় দিয়েছিলেন। মাঠে আমরা তা অ্যাপ্লাই করতে না পারলে সে দোষ কোচের ওপর যাবে কেন? আমরা যখন ভালো করছি না তখন কোচকে দায় দেয়ার মানে হয় না।’ বাংলাদেশ ওয়ানডে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক আরও যোগ করেন, ‘আমার ধারণা কোচ তার সেরাটাই দিয়েছেন, তার সর্বোচ্চই দিয়েছেন। যে এগারোজন আমরা মাঠে ছিলাম তারা নিজেদের কাজটা করতে পারিনি বলেই হেরেছি।’
প্রসঙ্গত শ্রীলঙ্কা সফরে টাইগাররা যখন নিজেদের মেলে ধরতে পারছে না তখনই ফেসবুকে ভাইরাল হলো দলের অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজনের একটি ভিডিও। যে ভিডিওতে দেখা গেছে, কলম্বোর একটি রমরমা জুয়ার আসরে গিয়ে এক নারীকে নিজের ক্রেডিট কার্ড দিচ্ছেন সুজন। দলের এমন বাজে সময়ে কোচের জুয়ার আসরে যাওয়ার বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেননি বাংলাদেশিরা। সমালোচকদের রোষানলে পড়ার পাশাপাশি সিরিজ হারের দায়ও খালেদ মাহমুদ সুজনকে দিচ্ছেন টাইগারভক্তরা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।