বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হচ্ছে আগামীকাল। সিরিজের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ভারতের সনি পিকচার্স নেটওয়ার্ক। আর টিভি চ্যানেলের পাশাপাশি দেখা যাবে র্যাবিটহোলবিডিতেও।এছাড়াও বাংলাদেশে সিরিজটি গাজী টিভি (জিটিভি), মাছরাঙা ও বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে। আর লাইভ স্ট্রিমিং দেখা যাবে র্যাবিটহোলবিডি ওয়েবসাইটে।দক্ষিণ আফ্রিকা দেখা সুপার স্পোর্টস ৬ ও সুপার স্পোর্টস অ্যাপে। যুক্তরাষ্ট্র ও কানাডায় সম্প্রচার করবে উইলো চ্যানেল। মালয়েশিয়া দেখা যাবে অ্যাস্ট্রো চ্যানেলে। এছাড়াও বিশ্বের বাকি দেশগুলো র্যাবিটহোলে দেখতে পারবে। আগামীকাল শুক্রবার (২৬ জুলাই) তিন ম্যাচের সিরিজের প্রথমটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।