আমরা কী পারি টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২১শে জুলাই ২০১৯ ১১:৩৩ পূর্বাহ্ন
আমরা কী পারি টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখাব

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বড় প্রত্যাশা নিয়ে গিয়েছিল আফগানিস্তান কিন্তু শুন্য হাতেই ফিরতে হয়েছে তাদের। দলটির তারকা লেগ স্পিনারের আপাতত লক্ষ্য পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করে দেখাতে চান এ আফগান লেগ স্পিনার। অভিজ্ঞ ও তারুণ্যনির্ভর এক দল নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিল আফগানিস্তান। টি-টোয়েন্টিতে ধারাবাহিক ভালো খেললেও ওয়ানডেতে কতটা ভালো সেটির পরীক্ষা দিতেই গিয়েছিল আফগানরা। কিন্তু যে পরিমাণ প্রত্যাশা নিয়ে গিয়েছিল সেটি পূরণ হয়নি আফগানদের। বিশেষ করে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে নজর ছিল রশিদ খানের উপর। সেই রশিদ খানই যেন জ্বলে উঠতে পারেননি। ভারতের বিপক্ষে জয়ের আশা দেখালেও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা। বড় দলগুলোর মধ্যে আর নিজেদের মধ্যে পার্থক্যটা বুঝলেন রশিদ।

আগামী বছর অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এ বিশ্বকাপের ব্যর্থতা ভুলে আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপেই চোখ রশিদের। ইউরো টি-টোয়েন্টি প্লেয়ার্স ড্রাফটে দলের লক্ষ্যের কথা জানান এ লেগ স্পিনার। “এইটা এমন একটা টুর্নামেন্ট যেটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের (২০২৩ ওয়ানডে বিশ্বকাপ)। যেটা বললাম, আমাদের ট্যালেন্ট ও স্কিলের কোন কমতি নেই কিন্তু আমাদের উন্নতির অনেক জায়গা রয়েছে এবং বড় দলের বিপক্ষে কীভাবে খেলতে হবে সেটার পর্যাপ্ত প্রস্তুতি থাকা লাগবে।” “আমরা এ বিশ্বকাপে ভালো করতে পারেনি। দল হিসেবে কেমন করেছি সেটা সবাই দেখেছে। ২০২৩ বিশ্বকাপ, অনেক দূরের কথা। আমাদের বর্তমান লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমরা দেখাব দল হিসেবে কতটা ভালো এবং গত বিশ্বকাপের তুলনায় কতটা ভালো করতে পারি। আমাদের শুধু উন্নতি করতে হবে এবং ভুলগুলো শুধরাতে হবে। টি-টোয়েন্টিতে ভালো করার সামর্থ্য আমাদের রয়েছে।”

ইনিউজ ৭১/এম.আর