
প্রকাশ: ৭ মে ২০১৯, ১৮:৫

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বিকেলে ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। আয়ারল্যান্ডের ডাবলিনের ক্লোনটার্ফ মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে। এর আগে রোববার আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ত্রিদেশীয় সিরিজের। প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে ফুরফুরে মেজাজে ক্যারিবিয়ানরা। অপরদিকে, প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে হেরে কিছুটা ব্যাকফুটে মাশরাফির দল।
তবে এবার শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মূল লড়াইয়ের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড এ দলের কাছে ৮৮ রানে হেরেছে সফরকারীরা। তবে সেটিকে প্রস্তুতি বলে ভুলে যেতে চাইছেন তারা। জয়ের লক্ষ্যেই খেলতে নামবেন সাকিব-তামিমরা। এখন পর্যন্ত ক্যারিবিয়নদের বিপক্ষে ৩৪টি ওয়ানডে খেলেছেন টাইগাররা। ২১ হারের বিপরীতে জয় এসেছে ১১টিতে। তবে, হারগুলো অবশ্য আগের। সাম্প্রতিক সময়ে অধিকাংশ ম্যাচাই জিতেছে বাংলাদেশ। এখন দেখার বিষয় সেই ধারা বজায় রাখতে পারেন কি না মাশরাফিরা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ:

উইন্ডিজ সম্ভাব্য একাদশ:
ইনিউজ ৭১/এম.আর