আগামী ৩০ মে ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে পর্দা উঠবে বিশ্বকাপের দ্বাদশ আসরের। এর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। স্বাগতিকরা ছাড়া এ টুর্নামেন্টের অপর দল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৫ মে থেকে শুরু হয়ে ১৭ মে পর্যন্ত চলবে তিন জাতির এ টুর্নামেন্ট। সিরিজটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও মাছরাঙা টেলিভিশন। অনলাইনে সরাসরি সম্প্রচার করবে র্যাবিটহোল। আর ইউটিউবে লাইভ দেখা যাবে র্যাবিটহোলের অফিসিয়াল চ্যানেলে।
ইতিমধ্যে এ সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে প্রতিটি দল। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে একে বেছে নিচ্ছেন টাইগার ও ক্যারিবিয়ানরা। আর নিজেদের পরখ করে দেখতে চান আইরিশরা। ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে টুর্নামেন্টটি। লিগপর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দুদল ফাইনাল খেলবে। ফাইনালসহ ম্যাচগুলো হবে ডাবলিনের দুটি ভেন্যুতে- ক্লোনটার্ফের ক্যাসল অ্যাভিনিউ ও মালাহাইডের দ্য ভিলেজে।
১ মে আয়ারল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন মাশরাফি-সাকিবরা। নিজেদের প্রথম ম্যাচ ৭ মে উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামবেন তারা।
পূর্ণাঙ্গ সূচি
৫ মে: আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, ক্লোনটার্ফ
৭ মে: ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ, ক্লোনটার্ফ
৯ মে: আয়ারল্যান্ড-বাংলাদেশ, মালাহাইড
১১ মে- আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, মালাহাইড
১৩ মে- ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ, মালাহাইড
১৫ মে- আয়ারল্যান্ড-বাংলাদেশ, ক্লোনটার্ফ
১৭ মে- ফাইনাল, মালাহাইড
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।