মাশরাফি বিশ্বকাপের সেরা অধিনায়ক: শোয়েব আখতার

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ২৬শে এপ্রিল ২০১৯ ০৫:২৬ অপরাহ্ন
মাশরাফি বিশ্বকাপের সেরা অধিনায়ক: শোয়েব আখতার

টাইগার দলে মাশরাফি বিন মর্তুজার ভূমিকা বলে শেষ করা যাবে না। ২০১৪ সালে অধিনায়কত্ব নেয়ার বাংলাদেশ দলের পুরো চেহারাই বদলে দিয়েছেন। তাঁর নেতৃত্বে ২০১৫ সালে প্রথমবারের মত বিশ্বকাপের আসরে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলে। আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপেও এবার টাইগারদের নেতৃত্ব দিনবেন ম্যাশ। বিশ্বকাপের এই দ্বাদশ আসরে সেরা অধিনায়ক হিসেবেই গণ্য করা হচ্ছে মাশরাফিকে। পাকিস্তানের সাবেক তারকা খেলোয়াড় শোয়েব আখতার সেটাই মনে করেন।

পাকিস্তানের টিভি চ্যানেল পিটিভি স্পোর্টসের ‘গেম অন হ্যায়’ নামক এক অনুষ্ঠানে সব দলের বিশ্বকাপ স্কোয়াড সম্পর্কে আলোচনা করতে গিয়ে এ কথা বলেন শোয়েব। তার সঙ্গে একই অনুষ্ঠানে থাকা রশিদ লতিফও ইতিবাচক কথা বলেন টাইগারদের ব্যাপারে। 

অনুষ্ঠানের একপর্যায়ে রশিদ লতিফ যখন মাশরাফির কৃতিত্ব ব্যাখ্যা করার জন্য শব্দ খুঁজে পাচ্ছিলেন না তখন তাকে থামিয়ে শোয়েব বলেন, ‘এক কথায় ইংল্যান্ড বিশ্বকাপের সেরা অধিনায়ক মাশরাফি। তবে তাদেরকে বেশী উচ্চাভিলাষী হওয়া যাবে না। তাহলেই তারা বিশ্বকাপে ভালো করবে।’  

ইনিউজ ৭১/টি.টি. রাকিব