বিপিএল সম্প্রচার নিয়ে দর্শকদের অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৫ই জানুয়ারী ২০১৯ ০৩:৩৬ অপরাহ্ন
বিপিএল সম্প্রচার নিয়ে দর্শকদের অসন্তোষ

ঘরোয়া ম্যাচ হোক কিংবা আন্তর্জাতিক ম্যাচ; বাংলাদেশের টিভি সম্প্রচার নিয়ে অভিযোগ খুব পুরনো। কিছু বুঝে ওঠার আগেই বিজ্ঞাপন; অস্পষ্ট শব্দ, ভুলভাল সাবটাইটেল- এসব নিয়ে দর্শকদের অভিযোগের শেষ নেই। আজ থেকে শুরু হওয়া বিপিএলের ৬ষ্ঠ আসরে সেই একই অবস্থা দেখা যাচ্ছে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স এবং চিটাগং ভাইকিংস। ম্যাচের পঞ্চম ওভারে বল করতে আসেন পেসার খালেদ আহমেদ। রংপুরের রান তখন ৪ উইকেটে ২০। তখন টিভির সাবটাইটেলে দেখানো হয় খালেদ আহমেদের পরিচিত। যাতে তার বয়স দেখানো হয় ১১৯!

খালেদের প্রকৃত বয়স ২৬ বছর ১০৭ দিন। তাছাড়া ১১৯ বছর বয়সে কোনো মানুষের পক্ষে বিপিএল খেলা সম্ভব নয়। আজকাল এত বছর বেঁচে থাকার নজিরও বিরল হয়ে গেছে। সে যাই হোক, এটা একটা ভুল। ক্রিকেটপ্রেমীরা যার সমালোচনা করছেন সোশ্যাল সাইটে। অভিযোগ আছে অস্পষ্ট শব্দ নিয়েও। অনেকে বিদেশি চ্যানেলের জন্য হাপিত্যেশ করছেন। সবার একটাই প্রশ্ন, কবে আমাদের টিভি সম্প্রচার আন্তর্জাতিক মানের হবে?