কুড়িগ্রমের ভূরুঙ্গামারীতে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এতে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে ভূরুঙ্গামারী সরকারী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম ও ওসি আল হেলাল মাহমুদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দিবসটি বিশেষ তাৎপর্য বহনকরে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করতে সকলকে সচেষ্ট থাকতে হবে।
এসময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের পাশাপাশি আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না হয় সেজন্য বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।