
প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ২০:৩২

সংযুক্ত আরব আমিরাতে চলছে পাকিস্তান-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ। প্রথম দুই ম্যাচে হেরে অনেকটা ব্যাকফুটে পাকিস্তান। এর অন্যতম কারণ দলের তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেয়া। তবে অজিদের মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের বিশ্রাম দেয়ার বিষয়টি ভীষণ দৃষ্টিকটু ঠেকেছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির কাছে। তার মতে, অস্ট্রেলিয়া নয়, বাংলাদেশ কিংবা জিম্বাবুয়ের মতো দলগুলোর বিপক্ষে ক্রিকেটারদের বিশ্রাম শোভা পায়। চলতি সিরিজে বিশ্রামে আছেন পাকিস্তান ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, শাদাব খানদের মতো ক্রিকেটাররা। দলের পাঁচ অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দেয়াটাকে কিছুতেই ভালোভাবে দেখতে পারছেন না আফ্রিদি।

ইনিউজ ৭১/এম.আর