সংযুক্ত আরব আমিরাতে চলছে পাকিস্তান-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ। প্রথম দুই ম্যাচে হেরে অনেকটা ব্যাকফুটে পাকিস্তান। এর অন্যতম কারণ দলের তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেয়া। তবে অজিদের মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের বিশ্রাম দেয়ার বিষয়টি ভীষণ দৃষ্টিকটু ঠেকেছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির কাছে। তার মতে, অস্ট্রেলিয়া নয়, বাংলাদেশ কিংবা জিম্বাবুয়ের মতো দলগুলোর বিপক্ষে ক্রিকেটারদের বিশ্রাম শোভা পায়। চলতি সিরিজে বিশ্রামে আছেন পাকিস্তান ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, শাদাব খানদের মতো ক্রিকেটাররা। দলের পাঁচ অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দেয়াটাকে কিছুতেই ভালোভাবে দেখতে পারছেন না আফ্রিদি।
তিনি বলেন, বাংলাদেশ-জিম্বাবুয়ের মতো কিংবা র্যাংকিংয়ের ছয়-সাত নম্বরে থাকা দলের সঙ্গে সিরিজটা হলে আলাদা কথা ছিল। বড় দলের বিপক্ষে নিয়মিত পারফরমারদের ছাড়া খেলা যায় না। অস্ট্রেলিয়া সিরিজে এভাবে সবাইকে বিশ্রাম দেয়া উচিত হয়নি। এমন নয় যে, তারা ১৫-২০ বছর ধরে ক্রিকেট খেলছে। তারাও তো কিছুদিন আগে খেলা শুরু করেছে। ভালো হতো যদি ওদের এ সিরিজে দলের সঙ্গে রাখা হতো। বুমবুমখ্যাত ক্রিকেটার মনে করেন এ সিরিজে বাবর-ফখররা খেললে তাদের আত্মবিশ্বাস বাড়তো। আফ্রিদি বলেন, অস্ট্রেলিয়া শক্তিশালী দল। সামনে বিশ্বকাপ। অজিদের বিপক্ষে ভালো খেলতে পারলে তাদের আত্মবিশ্বাস বাড়তো। যেটা আসন্ন ক্রিকেটের বৈশ্বিক আসরে কাজে লাগত।
অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্রিকেটারদের এ বিশ্রাম দেয়ার সিদ্ধান্তটি নিয়ে আগেই সমালোচনা করেন তিনি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীন থেকেই এ নিয়ে সরব সাবেক পাক তারকা অলরাউন্ডার। ইনফর্ম ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার পর এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। পাঁচ ম্যাচ সিরিজের দুটিতেই ইতিমধ্যে হেরে সিরিজ হারের শংকায় দলটি। টানা দুই সেঞ্চুরি হাঁকিয়েছেন ক্যাঙ্গারু অধিনায়ক অ্যারন ফিঞ্চ। একরকম তার কাছেই হেরে গেছে স্বাগতিকরা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।